প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় শজিমেক হাসপাতাল থেকে নবজাতক চুরি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের থেকে চার দিন বয়সী ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

নবজাতকের মায়ের নাম ইতি (২৩)। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী গ্রামের সৈকত হাসানের স্ত্রী।

বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নবজাতকের পরিবার জানান, ৬ নভেম্বর আমার মেয়ে ছেলে সন্তানের জন্ম দেয়। বুধবার ইতি ও আমার বড় মেয়ে রোজিনা বাচ্চকে নিয়ে গাইনি ওয়ার্ডে বসে ছিল। এ সময় অজ্ঞাত এক মহিলা নবজাতক জন্ম হওয়ায় আমাদের সরকারিভাবে পাঁচ হাজার টাকা সরকারি সহায়তা দেয়া আশ্বাস দেন। একপর্যায়ে ওই মহিলা আমার বড় মেয়েকে কিছু কাগজ ফটোকপি করার কথা বলে আমার নাতিকে চুরি করে নিয়ে যান।

শজিমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বিষয়টি জানার পর থেকেই বাচ্চাটির খোঁজ চলছে। সেই সাথে শজিমেক হাসপাতালের সিসি ক্যামেরা চেক করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। আমরা পুলিশকে অবগত করেছি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button