বগুড়া জেলা

বগুড়ায় নবান্ন উৎসব উদযাপন

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙ্গালীর ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। ‘সোনার দানা ভরে যেই ক্লান্ত চাষীর মন, হয় তখনি নবান্নেরই নিবিড় আয়োজন’ এই শ্লোগানে বগুড়া কলেজ থিয়েটারের উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি।

বুধবার বেলা ১১টার দিকে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব।

অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। র্যালীর সামনে চলে ঐতিহ্যবাহী লাঠি খেলা সেইসাথে সবাই নাচে গানে নবান্ন উৎসবে মেতে উঠেন।

র্যালী শেষে কলেজ চত্বরে নতুন ধান মাড়াই করে নবান্ন উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না।
পরে কলেজ থিয়েটারের আহ্বায়ক রবিউল করিম হৃদয়ের সভাপতিত্বে নবানন্ন কথন নামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন, কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দেবদুলাল দাস, শিক্ষক পরিষদের সম্পাদক গোলজার হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক এবং প্রদীপ ভট্টাচার্য শংকর, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ সভাপতি আতিকুর রহমান মিঠু সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, দৈনিক উত্তর দর্পণের সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সহ- সভাপতি আব্দুস সালাম বাবু, কলেজের শিক্ষক আই আর এম সাজ্জাদ হোসেন এবং সৈয়দা রুবিনা সিদ্দিকা।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নবান্নের নৃত্য, কথা, গান , কবিতা আবৃত্তি এবং জুতা আবিষ্কার নাটক অনুষ্ঠিত হয়।
এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button