বগুড়ায় বিদেশি পিস্তল-ইয়াবাসহ সন্ত্রাসী জুয়েল গ্রেপ্তার

বগুড়ার জুয়েল চন্দ্র ওরফে হাড়ি জুয়েলকে (৪২) বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হাড়ি জুয়েল সদর উপজেলার সাবগ্রাম মালিপাড়া গ্রামের মনোরঞ্জন ওরফে কালিপদের ছেলে।
শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া শহরের শিববাটি কালিমন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল স্বীকার করেছে, তিনি দীর্ঘদিন যাবত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এজন্য তিনি শিববাটি এলাকায় বিদেশি অস্ত্র ও মাদকসহ অবস্থান করছিলেন। তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ৬৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার জুয়েল হত্যা, অস্ত্র ও মাদকসহ চার মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। পরবর্তীতে রিমান্ডে নিয়ে তাকে আর জিজ্ঞাসা করা হবে।
এসএ