প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় মাছে রঙ মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় মাগুর ও শিং মাছে ক্ষতিকর রঙ মিশিয়ে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ফতেহ আলী বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। 

তিনি বলেন, ‘ফতেহ আলী বাজারে ফার্মে উৎপাদনকৃত মাগুর ও শিং মাছে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অভিযোগ ছিল। অভিযোগের প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী রহিম মণ্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে অভিযান চালিয়ে জব্দ করা ৪০ কেজি মাছ স্থানীয় করতোয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাজারের সকল মাছ ব্যবসায়ীকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button