ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় আদালতে যাবার পথে আসামীর হামলায় সাক্ষী নিহত

বগুড়ার ধুনটে আদালতে সাক্ষ্য দিতে যাবার পথে আসামির হামলায় আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত আব্দুল খালেক কোদলাপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কোদলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ একই গ্রামের মোজাম্মেল হক। ওই মসজিদের উন্নয়নে মুসল্লিদের বাড়ি থেকে একমণ করে চাল তোলে মসজিদ কমিটি। কোষাধ্যক্ষ ওই চাল বাকিতে নিহত আব্দুল খালেকের ছোট ভাই আব্দুস ছাত্তারের কাছে বিক্রি করেন। কিন্তু চালের টাকা পরিশোধ করতে তালবাহানা করলে ৩ নভেম্বর মসজিদ চত্বরে আব্দুস ছাত্তার ও মোজাম্মেল হকের মাঝে মারপিটের ঘটনা ঘটে।

মোজাম্মেল হক ও তার ছেলে ফজলুল হকসহ সাতজনকে আসামি করে আব্দুস ছাত্তার বাদি হয়ে বগুড়া আদালতে মামলা করেন। এদিকে মামলার সাক্ষী ছিলেন আব্দুল খালেক।

বাদি আব্দুস ছাত্তার ও তার ভাই আব্দুল খালেক সকালে মামলার সাক্ষ্য দিতে আদালতের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে ১নং আসামি ফজলুল হক ও তার লোকজন হামলা করে। এতে আহত হন আব্দুল খালেক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রকিয়াধীন রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button