খেলাধুলাফুটবল

ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস, ম্যাচ পরিচালনা করবেন ৩ নারী রেফারি

কাতার বিশ্বকাপ নানা রক্ষণশীলতার কারণে সমালোচিত। অথচ দোহা থেকেই লেখা হতে চলেছে ফুটবলে নতুন ইতিহাস।

বৃহস্পতিবার রাত ১ টায় জার্মানি-কোস্টারিকা ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন তিন জন নারী রেফারি। যা বিশ্বকাপ তো বটেই, ছেলেদের ফুটবলের যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টেই প্রথমবারের মতো এমন ঘটনা হতে চলেছে। রেফারি স্টেফানি ফ্র্যাপার্টের সঙ্গে সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন আরও দুজন নারী। তারা হলেন নেউজা ব্যাক ও ক্যারেন দিয়াজ।

যদিও আন্তর্জাতিক ফুটবলে এটাই প্রথম নারী রেফারিদের প্রথম পথচলা নয়। এর আগে ইউরোসহ বেশ কয়েকটি টুর্নামেন্টের বাছাইপর্বে নারীদেরকে ছেলেদের ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা গেছে। তবে বড় কোনো টুর্নামেন্টের মূল পর্বে এবারই প্রথম তারা দায়িত্ব পালন করবেন। সেটাও আবার শুরু হচ্ছে বিশ্বকাপ থেকে।

৩৮ বছর বয়সী রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট আন্তর্জাতিক রেফারি হিসেবে যাত্রা শুরু করেন ২০০৯ সাল থেকে। জার্মানি-কোস্টারিকা ম্যাচে নামার আগেও তার ঝুলিতে অনেক বড় ম্যাচের দায়িত্বের চাপ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার।

ফ্র্যাপার্টে দুই সহকারীর একজন নেউজা ব্যাক। ব্রাজিলিয়ান এই সহকারী রেফারি তার সমবয়সী। অন্যদিকে সহকারী রেফারি দায়িত্ব পালন করবেন মেক্সিকান কারেন দিয়াজ।

এই বিভাগের অন্য খবর

Back to top button