জাতীয়

২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

সরকারি বিপণন সংস্থা টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। এতে ব্যয় ধরা হয়েছে ২৯৮ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা।

বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ কমিটির বৈঠক।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব কথা বলেন।

তিনি বলেন, আগে এই তেলের দাম ছিল ১৬২ দশমিক ৯৪ টাকা। এবার প্রতি লিটার তেলের দাম ১৫৬ টাকা ৯১ পয়সা ধরা হয়েছে।

তবে, এ তেল কোন দেশ থেকে কেনা হবে, সেই তথ্য দেয়া হয়নি। কোনো রকম দরপত্র ছাড়াই সরকার এ তেল কিনবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button