সারাদেশ
রামুতে পাহাড় ধসে এক পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
আজ (বুধবার, ৭ ডিসেম্বর) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ চাপা পড়া চারজনের মরদেহ উদ্ধার করে।
নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।