রাজনীতি
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গ্রেপ্তার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেব ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। তবে কী অভিযোগে শফিকুরকে গ্রেপ্তার করা হয়েছে, তা বিস্তারিত জানাননি।
১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।