প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় বাস চাপায় অজ্ঞাত (৫০) এক পুরুষ ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর পৌনে ৫ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ভবের বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, নিহত ব্যক্তি মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তিনি ভবঘুরে হিসেবে এলাকায় চলাফেরা করতেন। স্থানীয়রা কেউ তার পরিচয় জানেন না। তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে৷
এসএ