প্রধান খবরশিবগঞ্জ উপজেলা
বগুড়ায় অজ্ঞাত এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে অজ্ঞাত এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরের বয়স আনুমানিক ১২ বছর।
সোমবার দুপুরে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের এক বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুনজুরুল আলম জানান, অজ্ঞাত ওই কিশোরের মরদেহের ৪-৫ গজ দূরে একটি ভাঙা চাপাতি পাওয়া যায়। এই ধারালো অস্ত্র দিয়েই ওই কিশোরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও লাশের পাশ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।
এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। নিহতের পরিচয় ও হত্যা জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চলছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ বলেও জানিয়েছেন তিনি।
এসএ