নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় গরু ও পিকআপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে দু’টি চোরাই গরু ও একটি পিকআপ ভ্যানসহ গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন নন্দীগ্রাম উপজেলার শহরকুড়ি গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৪৬), কামুল্যা গ্রামের সোহরাব হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৭), শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে তারাজুল ইসলাম (৪৫) ও রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাছুপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল আজাদ (৪৫)।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার ও বুধবার রাতে ঢাকার আশুলিয়ার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, ২০২২ সালের ১৮ জুন নন্দীগ্রামের তেঘর গ্রামের শিহাব আলীর বাড়ী থেকে ৪টি গরু চুরির প্রায় একমাস পর তিনি নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ চক্রটির সন্ধানে কাজ শুরু করে। অবশেষে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের চারজনকে প্রেপ্তার করা হয়।

তিনি আরো জানায়, এ চক্রটি বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে গরু চুরি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন তাদের এ চক্রে আরো ১৫ থেকে ২০ জনের সদস্য আছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button