আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ফসলি জমির মাটির জমি কর্তন, জরিমানা ৫০ হাজার

বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় আমিনুর ইসলাম আমু (৩৮) নামের এক ব্যত্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টুকটুক তালুকদার এ রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন থানার এসআই প্রদীপ কুমার বর্মন।

জানা যায়, উপজেলার নিমাইদীঘি গ্রামের আমিনুর ইসলাম আমু দীর্ঘদিন যাবৎ সরকারি নিয়মনীতি না মেনে ফসলী জমি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে আসছিলেন।

বুধবার গভীর রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ধুলাতইর গ্রামে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি খনন করছিলেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুর ইসলাম আমুকে আটক করেন। এসময়
৭টি ট্রাক্টর জব্দ করা হয়। সকালে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও টুকটুক তালুকদার তাকে ৫০হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ট্রাক্টর ও ভেকু মালিকরা লিখিত মুচলেকা দিয়ে তাদের গাড়িগুলো নিয়ে যান।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button