আবহাওয়াপ্রধান খবরসারাদেশ

রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা, বাড়তে পারে শীত

রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা আজ বুধবার ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ও কুয়াশা রয়েছে।

মেঘ ও কুয়াশা কেটে গেলে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

তবে সকাল সাড়ে ৮টার দিকে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি রয়েছে। এর আগে গত রোববার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। মাঝে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ফের নিচে নেমে যায়। গত দুই সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসায় রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত। 

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল সাড়ে ৮টার দিকে সূর্যের দেখা মিলেছে। তবে উত্তরের হিমেল হাওয়া বইতে থাকায় শীত বেড়েছে। আকাশের মেঘ ও কুয়াশা কেটে গেলে শীত আরও বাড়বে। তাপমাত্রা আরও নিচে নামতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button