প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় বাইসাইকেলের লোভে স্কুল ছাত্রকে হত্যা, ৫ কিশোর আটক

বগুড়ার শিবগঞ্জে স্কুল ছাত্রের বাইসাইকেল ছিনিয়ে নিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে তারই পাঁচ কিশোর প্রতিবেশি উপর। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত স্কুল ছাত্র আবু হুরায়রা (৯) কড়িবাড়ি দক্ষিণপাড়ার মনজুরুল ইসলামের ছেলে ও স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

সোমবার ভোর ৫ টার দিকে সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট বজলুর মোড়ের বাঁশঝাড় থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

এর আগে, রোববার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কিশোরকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

আটক পাঁচজনের মধ্যে তিনজন হলেন স্থানীয় এক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র, একজন হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন ও একজন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিক ইকবাল জানান, আবু হুরায়রা ও আটক পাঁচ কিশোর প্রতিবেশি হওয়ার সুবাদে একসাথে খেলাধুলা ও চলাফেরা করতো। রোববার স্কুলে টিফিন চলাকালীন সময়ে ওই পাঁচ কিশোর হুরায়রাকে খাওয়াদাওয়া কথা বলে ডেকে নেয়।

বিকেল ৪ টার দিকে জোর করে হুরায়রা থেকে বাইসাইকেল কেড়ে নেয়ার চেষ্টা করে পাঁচ কিশোর। এ সময় হুরায়রা বাঁধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে অভিযুক্ত পাঁচজন হুরায়রার লাশ বাঁশঝাড়ে ফেলে দেয়৷ তাদের মধ্যে এসএসি পরীক্ষা দেয়া ওই কিশোর স্থানীয় ডাকুমারা হাটে ১০ হাজার টাকা দামের বাইসাইকেল ২ হাজার ৭০০ টাকায় বিক্রি করে দেয়।

আটক হওয়া ওই পাঁচ কিশোর হুরায়রা বাইসাইকেল বিক্রি করে মুঠোফোন ক্র‍য়ের উদ্দেশ্য এ হত্যাকাণ্ড ঘটায়।

তিনি আরো জানান, হুরায়রা স্কুল ছুটির দীর্ঘ সময় পরেও বাড়ি না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন৷ একপর্যায়ে তারা ডাকুমারা হাটে হুরায়রার বাইসাইকেল দেখতে পেয়ে দোকানীর বরাতে জানতে পারেন, এক কিশোর বিকেলের দিকে বাইসাইকেল বিক্রি করে গিয়েছে।

তাৎক্ষণিকভাবে হুরায়রা পরিবার পুলিশকে অবগত করে। এরপরেই অভিযানে নামে পুলিশ। পরে স্কুল থেকে টিফিনের সময় হুরায়রাকে ডেকে নেওয়া পাঁচ কিশোরকে শনাক্ত করে পুলিশ।

তদন্তের একপর্যায়ে নিশ্চিত হয় তাদের মধ্যে এসএসসি পরীক্ষা দেওয়া কিশোর বাইসাইকেল বিক্রি করতে আসে। পরে ওই পাঁচ কিশোরকে আটক করা হলে তাদের দেখানো জায়গা থেকে হুরায়রার লাশ উদ্ধার করা হয়।

ইন্সপেক্টর আশিক ইকবাল আরও জানান, হুরায়রা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবেন৷

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button