আবহাওয়াপ্রধান খবরসারাদেশ

উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, বেড়েছে শীত

উত্তর ও মধ্যাঞ্চলের বেশিরভাগ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এতে বেড়েছে শীতের তীব্রতা।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শৈতপ্রবাহের কারণে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

এসব জেলায় ৬ থেকে ১০ ডিগ্রির ঘরে উঠা-নামা করছে দিনের তাপমাত্রা।

সকাল থেকে ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় জবুথবু জীবন। হাড়কাঁপানো শীতের কারণে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।

এই বিভাগের অন্য খবর

Back to top button