প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় র‌্যাব অফিসে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম

বগুড়া ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অফিসে গিয়েছিলেন।

বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে যান। এরপর তিনি সেখানে ২০ মিনিটের মত সময় কাটান।

র‍্যাব-১২ বগুড়ার কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম সাংবাদিকদের জানান, কোন কারণে নয়, শুধুমাত্র চা খাওয়ার জন্যই আমাকে ডেকেছিল। সৌজন্যবোধ রক্ষার জন্যই গেছিলাম। এবার যেন ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা দেয়া হয় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে র‍্যাবের কাছে অনুরোধ করেছি।’

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আমরা স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ডাকিনি। তিনি নিজেই এসেছিলেন। ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের ব্যাপারে অনুরোধ করেছেন। আমরা তাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছি।’

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button