প্রধান খবররাজনীতি

খেলা শুরু করলে কোথায় যাবেন? বিএনপি’কে বললেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন পথহারা পথিকের মতো, তাদের আন্দোলনের ঢেউ এসেছিল। এখন জোয়ার থেকে ভাটা নেমে গেছে। খেলা এখনও শুরু করিনি। খেলা শুরু করলে কোথায় যাবেন?

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতা হঠাৎ করে আশার কোন গল্প নয়। স্বাধীনতা লাখো শহীদের রক্ত,মা-বোনেট সম্ভ্রম, বিনিময়ে আশা এক সংগ্রামের নাম। স্বাধীনতা একদিনে আসেনি হাজার বছরের আন্দোলন সংগ্রাম আর লড়াইয়ের মাধ্যমে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে ২৩ বছর সংগ্রাম করে এদেশের স্বাধীনতা এসেছে।’

তিনি বলেন, ‘এটা পাল্টাপাল্টি কর্মসূচি নয়। এটা গণঅভ্যুত্থানের কর্মসূচি। বিএনপি এসব দিবস পালন করে না। আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কেন অন্তর জ্বালা?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরেছেন। সরকার পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁক-ডাক, লোটা-কম্বল, মশার কয়েল, সাত দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি সোহরাওয়ার্দীতে আন্দোলন না করে গরুর হাটে আন্দোলন করেছে। বিএনপির আন্দোলন জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে। বিএনপির গঠন করা জোট ভুয়া, জনগণ তাদেরকে বিশ্বাস করে না।’

এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে থানা, ওয়ার্ড ও ইউনিটের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি প্রদানের নির্দেশ দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button