সারাদেশ

বিয়ের ২ মাস পর জামাইয়ের হাত ধরে শাশুড়ি উধাও

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নে বিয়ের দুই মাস পর জামাইয়ের হাত ধরে শাশুড়ি উধাও হওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার ওই ইউনিয়নের রাউতারা গ্রামের মন্টু খার ছেলে সুলতান খা (২৫) গত দু’মাস আগে ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের আলম ও হাফিজা দম্পতির মেয়ে আশা খাতুনকে (১৮)। বিয়ের দু’মাস পর গত সোমবার (২৩ জানুয়ারি) রাতে মেয়ের জামাই সুলতানের হাত ধরে  শাশুড়ি হাফিজা (৩৮) অজানার উদ্দ্যেশে পাড়ি জমায়।

হাফিজার স্বামী আলম, মেয়ে আশা ছাড়াও ১৫ বছরের একটি ছেলে রয়েছে। 

এলাকাবাসী জানান, আশার সাথে বিয়ের আগে শাশুড়ি হাফিজা ও মেয়ের জামাই সুলতানকে একই ঘর থেকে তিন মাস আগে অপ্রীতিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। এরপর ঘটনা ধামাচাপা দিয়ে আশার সাথে সুলতানের বিয়ে দেওয়া হয়।

গ্রামের এক ব্যক্তি বলেন, জামাই ও শাশুড়ির  দু’জনের মধ্যে খারাপ সম্পর্ক ছিল। জামাই রাজমিস্ত্রীর কাজ করত। 

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button