প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সরস্বতী পূজা

বগুড়ার উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শহরের বিভিন্ন জায়গায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এসময় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরাসহ নানা পেশার ভক্ত এতে অংশগ্রহণ করেন। এসময় বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা বেশি করে থাকে। এই সরস্বতী পূজার দিনেই অনেক হিন্দু ধর্মাবলম্বী পরিবারের শিশুদের হাতেখড়ি দেওয়া হয়। এই নিয়মটি প্রাচীন আমলেও ছিল, এখনো আছে।

সরকারি আজিজুল হক কলেজে অনুষ্ঠিত পূজার আয়োজক কমিটির সদস্য জানান, সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মনুষ্যত্বের শিক্ষা। মনুষ্যত্বের জায়গা থেকে সবাইকে ভালবাসতে হবে। যদি কেউ সব ধর্মের এবং সব লিঙ্গের মানুষকে একই চোখে দেখতে না পারে, তাহলে তার শিক্ষার কোনও মূল্য নেই। জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সব স্তরের মানুষ এখানে আসে। সবার উপস্থিতিতে এটা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button