প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ হিরো আলমের

বগুড়ায় দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন হিরো আলম। দুই উপনির্বাচনে আসনে বিপুল ভোটে জয়ের বিষয়ে আশাবাদী হিরো আলম বলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে কোন সমস্যা হয়নি। তবে বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের একটি কেন্দ্রে এজেন্টকে বের করে দেয়া হয়েছে। সেখানে ঝামেলা হয়েছে। তবে কোন কেন্দ্রে থেকে তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে সে ব্যাপারে সঠিক করে বলতে পারেননি তিনি।

এসময় তিনি আরো বলেন, ভোটারদের মাঝে ভীতি রয়েছে।ভীতি কাটাতে পারলে ভোটার বাড়বে।ভোটারদের মাঝে উৎসাহ কাজ করছে। ভোটাররা দুই আসনেই একতারা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সাইফুল
ইসলাম গতকাল জানিয়েছেন, বগুড়ার দুটি আসনে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭ টি মোবাইল ফোর্স, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১৪ প্লাটুন বিজিব মোতায়েন থাকবে। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, নির্বাহি ম্যাজিষ্ট্রেটগন দায়িত্ব পালন করবেন।

বগুড়া-৪ আসনে ৩ লাখ ২৮ হাজার ৪শ ৬৯ জন
ভোটার ১১২ টি কেন্দ্রে ৭৭৭টি কক্ষে, এবং
বগুড়া-৬ আসনে ৪ লাখ ১০ হাজার ৭শত ৪৩ জন
ভোটার ১৪৩ কেন্দ্রে ১০১৭ কক্ষে ইভিএমএ ভোট
প্রদান করবেন ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button