নির্বাচনপ্রধান খবরসারাদেশ

বিএনপি’র ছেড়ে দেয়া ৬ আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন যারা

বিএনপির ছেড়ে দেওয়া জাতীয় সংসদের ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগও তার শরীকরা জিতেছে পাঁচটিতে এবং সংসদের বিরোধী দল জাতীয় পার্টি জিতেছে একটিতে।

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন বিজয়ী হয়েছেন। মশাল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম (ওরফে) হিরো আলমের একতারা প্রতীকে পড়েছে ১৯ হাজার ৫৭১ ভোট। রিটার্নিং কর্মকর্তা বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এ আসনের মোট ১১২টি কেন্দ্রের ফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই আসনে ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন ভোটারের মধ্যে ৭৮ হাজার ৫৭০ জন ভোট দিয়েছেন। ভোটের হার ২৩ দশমিক ৯২ শতাংশ।

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ২১ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন। হিরো আলমের একতারা পেয়েছে পাঁচ হাজার ২৭৪ ভোট। জেলার দুই আসনে ২৫৫টি ভোট কেন্দ্রে নির্বাচন হয়। দুই আসনে প্রার্থী ছিলেন ২০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে প্রার্থী ছিলেন ১১ জন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদ ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী, নিকটতম স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট। বিএনএফ প্রার্থী কামরুজ্জামান খান পেয়েছেন চার হাজার ৪০ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমান ৯৪ হাজার ৯২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী, নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আলী সরকার ২৫ হাজার ৩৯৯। জেলার রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কেল রহমান তাকে বিজয়ী ঘোষণা করেন।

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪৭ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। নির্বাচনে ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট। এই আসনের ১২৮টি কেন্দ্রের এই ফলাফল ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপ-নির্বাচনে নিজের ছেড়ে যাওয়া আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মোট ১৩২ কেন্দ্রের ফলাফল অনুযায়ী, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া কলার ছড়ি প্রতীকে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৮০ ভোট। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই আসনে কোনো প্রার্থী দেয়নি। সূত্র: বাংলা ভিশন

এই বিভাগের অন্য খবর

Back to top button