খেলাধুলাফুটবল

জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিয়ে আগের ম্যাচে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার জয়ে ফিরলো তারা। ১০ জনের ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো।

১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। সব প্রতিযোগিতায় ১৪ ম্যাচ অজেয় বার্সেলোনা বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে।

ভিনিসিউস জুনিয়র ও করিম বেনজেমা প্রথমার্ধে ভালো সুযোগ নষ্ট করেন। বিরতির আগে অ্যান্টনিও রুডিগারের একটি গোল ভিএআরে বাতিল হয়, গোলটি বিল্ডআপের সময় বেনজেমা ফাউল করেন।

বিরতির পর শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়ায় রিয়াল। দুই মিনিটে করে দুটি গোল। ৫২ মিনিটে আসেনসিওর বাঁকানো শট উঁচু কোণাকুনি হয়ে জালে জড়ায়। কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস।

কার্লো আনচেলত্তির দলের এই জয় ম্লান হয়েছে এডার মিলিতাও বেনজেমা ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার কারণে। ম্যাচের শেষ ১৮ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়েছে ভ্যালেন্সিয়াকে। ভিনিসিউসকে ভয়ঙ্কর ট্যাকেল করে পুলিস্তা সরাসরি লাল কার্ড দেখেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button