অর্থ ও বানিজ্যপ্রধান খবর

হঠাৎ ব্রয়লার মুরগি ও ডিমের বাজার গরম

হঠাৎ করে আবারও অস্থির ব্রয়লার মুরগি আর ডিমের বাজার। মাত্র তিন দিনের ব্যবধানে ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকার বেশি। আর ডিমের দাম বেড়েছে ডজন প্রতি ১৫-২০ টাকা পর্যন্ত।

এদিকে, ভরা মৌসুমেও অস্বাভাবিকভাবে বেড়েছে পোলাও চালের দাম। সবজির দামে কিছুটা স্বস্তি থাকলেও আগের মতো বাড়তি দরেই বিক্রি হচ্ছে ডাল, তেল, আটা, ময়দাসহ অন্যান্য নিত্যপণ্য।

মাত্র তিনদিন আগেও যারা ব্রয়লার মুরগি কিনেছেন ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যে। শুক্রবারে এসে তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা দামে।

মুরগীর মতো ডিমের দামও বেড়েছে প্রতি ডজনে একলাফে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।

মাছের দামও সাধারণের নাগালের বাইরে।

এদিকে, ভরা মৌসুমেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে পোলাওর চালের দাম। কয়েক মাসের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৫০  থেকে ৬০ টাকা পর্যন্ত।

নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতার মধ্যে অসহায় মধ্যবিত্ত ও সাধারণ মানুষ।

এই বিভাগের অন্য খবর

Back to top button