রাজনীতি

বিএনপির গরম গলা নরম হয়ে গেছে: ওবায়দুল কাদের

বিএনপির গরম গলা এখন নরম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, আন্দোলনের খেলায় তো পরাজিত হয়ে গেছেন। আসেন নির্বাচনের খেলায় নামেন। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা শক্তিশালী প্রতিপক্ষ চাই। নির্বাচন নিরপেক্ষ হবে।

তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন পাকিস্তান আমল ভালো ছিল। কিন্তু এ মুহূর্তে পাকিস্তানের অবস্থা কেমন? বাংলাদেশে ৬ মাসের রিজার্ভ আছে। কিন্তু পাকিস্তানে ৩ সপ্তাহেরও রিজার্ভ নেই। পাকিস্তান এখন আইএমএফের দ্বারে দ্বারে ঘুরছে। সে পাকিস্তানই মির্জা ফখরুলের ভালো লাগে। বিএনপি যদি ক্ষমতায় আসে আজকের পাকিস্তানের মতো পরিণতি হবে দেশের।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়াবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ বাংলাদেশই থাকবে। বিএনপির কাছে ক্ষমতা মানে দেশ আলো থেকে অন্ধকারে যাওয়া।

বিএনপির চলমান আন্দোলনের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, পথ হারিয়ে বিএনপির পতন যাত্রা শুরু হয়েছে। তাদের মিছিলের প্রস্থ বড়, দৈর্ঘ্য কমে গেছে। শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে বিএনপির আন্দোলনে ভাটা পড়েছে। বিএনপি নির্বাচনে না আসলে আন্দোলনের ডাক দিবে নির্বাচনের পর।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি করতে হলে শৃঙ্খলা মানতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button