আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত আসামি হলেন বগুড়া ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে আবু বক্কর।

রোববার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় দেন। সেই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট নাসিমুল করিম হলি বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আবু বক্কর ২০১৫ সালের ১২ অক্টোবর নেশাগ্রস্ত অবস্থায় রাত ১০ টার সময় তার আপন বৃদ্ধা মার সাথে ভাত খাওয়া নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে আসামি আবু বক্কর পাশে থাকা এলটি গাছের ডাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে আলতাফুন্নেছা অজ্ঞান হয়ে যায়।

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরদিন ১৩ অক্টোবর আলতাফুন্নেছাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এই ঘটনায় আসামির আপন বড় ভাই শাহ আলম বাদি হয়ে বগুড়ার ধুনট থানায় মালমা দায়ের করেন। ২০১৫ সালের ১৬ তারিখে আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে রোববার রায় ঘোষণা করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button