বগুড়ায় শিশু ধর্ষণের অভিযোগে এক স্কুল ছাত্র গ্রেপ্তার

বগুড়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক স্কুল ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত শিক্ষার্থী ধুনটের স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশুনা করে
মঙ্গলবার দুপুরের পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার দিবাগত রাতে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের চমকাদহ গ্রামে তার এক বন্ধুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ।
জানা যায়, ‘উপজেলার জোড়শিমুল পূর্বপাড়ার এক কৃষকের মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। মেয়েটি ৫ ফেব্রুয়ারি সকালে তার সহপাঠিদের নিয়ে বাড়ির পাশে একটি বাগানের ভেতর বরই কুড়াতে যায়। এসময় অভিযুক্ত স্কুলছাত্র ওই শিশুকে বরই দেয়ার কথা বলে তার নিজ বাড়ির ঘরের ভেতর নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে সোমবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রাত ১২টার দিকে অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেফতার করে। গ্রেপ্তার স্কুলছাত্রকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এসএ