প্রধান খবরবগুড়া জেলা

তুরস্কে ভূমিকম্পে “বগুড়ার রিংকু’ নিখোঁজ

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রলয়ংকরী ভূমিকম্পে নিখোঁজ রয়েছেন বগুড়ার গোলাম সাঈদ রিংকু ৷

রিংকু বগুড়ার গাবতলী উপজেলার দেওনাই গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

মঙ্গলবার রিংকুর ছোট ভাই রিফাত হাসান তার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করার পর তুরস্কে চলে যান রিংকু। সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরিতে প্রবেশ করেন। সর্বশেষ ২০১৮ সালে দেশে এসেছিলেন তিনি। রিংকু ও নূরে আলম নামে আরেকজন যে ভবনে থাকতেন সেটি বিধ্বস্ত হয়েছে। নূরে আলম ভবন থেকে বের হয়ে আসতে পারলেও রিংকুর কোন খোঁজ পাওয়া যায়নি।

এদিকে ভূমিকম্পের পর থেকে যোগাযোগ করতে পারেনি রিংকুর পরিবারের লোকজন। রিংকু বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও তারা জানেন না। তার বাবা-মা সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন। তার সন্ধানে সরকারের সহায়তা চেয়েছেন নিখোঁজ রিংকুর বাবা-মা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button