আপনারা বাংলা সিনেমা না দেখলে গ্রামে গিয়ে হালচাষ করব: আরিফিন শুভ

বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘উনিশ২০’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আফসান আরা বিন্দু। মুক্তির দুদিন পেরিয়ে গেলেও প্রত্যাশা অনুযায়ী তেমন সাড়া মেলেনি।
তবে সিনেমাটি নিয়ে প্রচারণায় সরব রয়েছেন এর শিল্পী-কুশলীরা। যার অংশ হিসেবে গত বুধবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি প্রচারণায় অংশ নেন আরিফিন শুভ। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন তিনি এ সিনেমায় কাজের নানা অভিজ্ঞতা।
এ সময় তিনি বলেন, ‘এখন দেশি কন্টেন্টের স্বর্ণযুগ চলছে। অনেক ভালো ভালো সিনেমা, নাটক, ওয়েব সিরিজ আসছে। ভালো ভালো কাজ হচ্ছে। দর্শকদের এখন এগিয়ে আসতে হবে। আপনারা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন। অনলাইন প্লাটফর্মগুলোতেও এখন সিনেমা রিলিজ হচ্ছে। আপনারা ঘরে বসেও এখন সিনেমা-ওয়েব সিরিজ দেখতে পারবেন।’
তিনি দর্শকের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বাংলা সিনেমা না দেখলে আমাদের গ্রামে চলে যেতে হবে। সেখানে গিয়ে হালচাষ করব।’ শুভ আরও বলেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম সিনেমা ‘ছুঁয়ে দিল মন’ সবারই ভালো লেগেছিল। দর্শক-প্রিয়তায় অন্যতম ওই সিনেমা ভালোবাসার গল্পনির্ভর ছিল। ‘ছুঁয়ে দিল মন’ -এর পর ‘উনিশ২০’ আমার সবচেয়ে ভালোলাগার রোমান্টিক সিনেমা। আশা করি আপনাদেরও ভালো লাগবে।’
এ সময় উপস্থিত দর্শকরা আরেফিন শুভর ‘সিক্স প্যাক বডি’ দেখানোর অনুরোধ করলে তিনি বলেন, ‘সিক্স প্যাক বডি দেখতে চাইলে হলে গিয়ে ‘ব্ল্যাক ওয়্যার’ সিনেমাটি দেখুন। এখনও হলে চলছে। আর ভালোবাসা দিবসে নতুন নতুন প্রেমের গল্প দেখতে চাইলে বাসায় বসে ‘উনিশ২০’ দেখুন।’