সারাদেশ

কলেছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে কলেছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শিবলু মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে চুনারুঘাট থানা পুলিশ সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

শিবলু মিয়া সিলেট পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন।

পুলিশ জানান, গতকাল রোববার কনস্টেবল শিবলুকে সিলেট থেকে গ্রেপ্তারের পর হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার বিস্তারিত তথ্য জানাবেন।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি ধর্ষণের অভিযোগে এক কলেজ ছাত্রীর বাবা কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: রাইজিং বিডি

এই বিভাগের অন্য খবর

Back to top button