ক্রিকেটখেলাধুলা

ঢাকায় এসেছেন সৌরভ গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এখন ঢাকায়। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বহনকারী বিমানটি। 

নির্ধারিত সূচি অনুযায়ী, সকালেই ঢাকায় নামার কথা ছিল তার। ফ্লাইট জটিলতায় বিলম্ব হয়েছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করতে বাংলাদেশে এসেছেন তিনি। বিকেল পৌনে চারটায় মেয়র কাপ উদ্বোধনের ভেন্যু হোটেল ওয়েস্টিনে প্রবেশ করেন। 

সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দিবেন সৌরভ।

এই বিভাগের অন্য খবর

Back to top button