সারাদেশ
কক্সবাজারে ভূমিকম্প অনুভূত

কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৯ মিনিটে এই ভূকম্পন হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিস।
কক্সবাজার আবহাওয়া অফিস জানান, মিয়ামারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূমিকম্পের উৎপত্তিস্থল। যা রাজধানী ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থিত। ৪ দশমিক ১০ মাত্রার এই কম্পন কক্সবাজারেও অনুভূত হয়।