আন্তর্জাতিক খবর
হজের উদ্দেশে সাইকেলে করে রউনা, মক্কায় পৌঁছানোর পর মৃত্যু

জার্মানি থেকে হজের উদ্দেশে সাইকেলে করে রউনা হন সিরিয়ান গাজী জসিম শেহাদেহ। কিন্তু মক্কায় পৌঁছানোর পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।
মৃত্যুর সময় তার পরনে ইহরামের পোশাক ছিল। খবর সিয়াসাত ডেইলি‘র।
এদিকে হজ করার জন্য ৫৩ বছর বয়সী বৃদ্ধ জার্মানি থেকে সাইকেল নিয়ে বের হন। দীর্ঘ ৭৩ দিনের সাইকেল যাত্রা শেষে মক্কায়ও পৌঁছান তিনি। এরপরই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।