প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তর এবং ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সর্বস্তরের ক্রীড়ামোদী ব্যক্তিরা।

৪ঠা মার্চ (শনিবার) বিকাল ৩.৩০ টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুকুল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুর রউফ, জেলা তাঁতি লীগ সাধারণ সম্পাদক রাজন, সাংবাদিক তানভীর আলম, মাহবুব আলম জিয়ন, পরিমল প্রসাদ রাজ, শ্রমিক নেতা বুলবুল, রাফি, ছাত্রলীগ নেতা পারভেজ সহ বগুড়ার রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক, সাংবাদিক সহ নানান পেশার মানুষ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, শহীদ চাঁন্দু স্টেডিয়াম ছিল উত্তরাঞ্চলের গর্ব। ক্রিকেটের নক্ষত্র তৈরির মাঠ, কিন্তু বিসিবির এই ভুল সিদ্ধান্তে সব ভেস্তে যেতে বসেছে। মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, অনূর্ধ্ব ১৯ দলের তামিম, তৌহিদ হৃদয়, খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরো অনেক নারী ক্রিকেটার তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে স্টেডিয়াম। বিসিবি চলে গেলে উত্তরাঞ্চলের নতুন প্রজন্মের বড় ধরণের ক্ষতি হবে বলে বক্তারা জানান।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই প্রেস বিফ্রিং করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন। এবং শুক্রবার শহীদ চান্দু স্টেডিয়ামের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


আজ শনিবার দুপুর ১টায় স্পোর্টস্ জোন খেলা বন্ধ করে হাফ টাইমে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button