প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বিসিবি’র সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে হিরো আলমের মানববন্ধন

বগুড়ায় বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হিরো আলম।

৭ মার্চ (মঙ্গলবার) বেলা ১১.৩০ মিনিটে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন হিরো আলম।

মানববন্ধন থেকে হিরো আলম বলেন, শহীদ চাঁন্দু স্টেডিয়াম ছিল উত্তরাঞ্চলের গর্ব। ক্রিকেটের নক্ষত্র তৈরির মাঠ, কিন্তু বিসিবির এই ভুল সিদ্ধান্তে সব ভেস্তে যেতে বসেছে। মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, অনূর্ধ্ব ১৯ দলের তামিম, তৌহিদ হৃদয়, খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরো অনেক নারী ক্রিকেটার তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে এই স্টেডিয়াম।

হিরো আলম আরো বলেন, বগুড়ায় ২ টা জিনিস বেশী গুরুত্বপূর্ণ একটা হলো মেডিকেল আর একটা ষ্টেডিয়াম। ষ্টেডিয়াম তো নিয়েই গেলো এখন মেডিকেল নিয়ে যাওয়া বাকি।


এ মানববন্ধনে তার সাথে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেছেন।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button