বগুড়ায় ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক এক

বগুড়ায় ৩য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে র্যাব-১২ কোম্পানি।
জানা যায়, গত ২৭ই ফেব্রুয়ারী সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামের ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রী নদীতে গোসল করতে গেলে ধর্ষক মোঃ শামীম হোসেন (৩৫) ফুসলিয়ে ভিকটিমকে নদীর পাশে একটি ভুট্টার জমিতে নিয়ে যায় এবং জোড়পূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি গুরুতর অসুস্থ হলে তাকে সু-চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনার র্যাব ০৮ মার্চ রাত আনুমানিক ১টায় কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হিন্দুকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ শামীম হোসেনকে গ্রেফতার করে।
কোম্পানী কমান্ডার সিপিসি-৩, র্যাব-১২ পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
(এ আর)