সারাদেশ

বসতঘরে আগুন লেগে ২ সন্তানসহ এক গৃহবধূ নিহত

নাটোরে বড়াইগ্রামে বসতঘরে আগুন লেগে দুই সন্তানসহ এক গৃহবধূ নিহত হয়েছেন।

ওই গৃহবধূর স্বামী মো. অলি প্রামাণিক (৩৫) গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার খাকসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্ত্রী সুমা আক্তার (৩২), তার মেয়ে অমিয়া (১০) ও ছেলে অমর (৬)।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে টিনের ঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে মা ও দুই সন্তান মারা যান।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিস জানান, মা’সহ দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর স্বামীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র: সংবাদ প্রকাশ

এই বিভাগের অন্য খবর

Back to top button