ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তৌহিদ হৃদয়ের অভিষেক

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ একাদশে নতুনদের ছড়াছড়ি।

প্রথমবার স্কোয়াডে ডাক পাওয়া তৌহিদ হৃদয়কে একাদশেও রাখা হয়েছে। প্রায় সাড়ে আট বছর আগে বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলা রনি তালুকদারও আছেন একাদশে। তরুণ শামীম হোসেন পাটোয়ারীকেও রাখা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির একাদশে।

এই তিনজনই সদ্য সমাপ্ত বিপিএলে পারফর্ম করে স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। এদের জায়গা করে দিতে একাদশের বাইরে আছেন মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহানরা।

এর আগে ইংল্যান্ড-বাংলাদেশ টি-টোয়েন্টিতে একবারই মুখোমুখি হয়েছিল। ২০২১ সালের বিশ্বকাপে বাংলাদেশকে সাহজেই হারিয়ে দিয়েছিলেন ইংলিশরা।

উল্লেখ্য, টি-টোয়েন্টির আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। পরে তৃতীয় ওয়ানডে জিতে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শামীম হোসেন পাটোয়ারী।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।

এই বিভাগের অন্য খবর

Back to top button