রান খরায় ছিলেন লিটন দাস। সিরিজ নিশ্চিত হওয়া প্রথম দুই টি-২০ ম্যাচেও হাসেনি তার ব্যাট। তবে ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করার সুযোগের ম্যাচে দারুণ ইনিংস খেলেছেন ডানহাতি এই ওপেনার। তার সঙ্গে রান পেয়েছেন নাজমুল শান্তও। বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তুলেছে ১৫৮ রান।
প্রথম দুই ম্যাচে সাকিব আল হাসান টস জিতলেও শেষ ম্যাচে টস ভাগ্য যায় জস বাটলারের পক্ষে। ইংলিশ অধিনায়ক বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ভালো শুরু পায় বাংলাদেশ। লিটন দাস ও রনি তালুকদার ৭.৩ ওভারে ৫৫ রান যোগ করেন। রনি ফিরে যান ২২ বলে তিন চারে ২৪ রান করে।
এরপর লিটন ও নাজমুল শান্ত জুটি গড়েন। ওই জুটি থেকে টাইগাররা পায় ৮৪ রান। রান খরায় থাকা লিটন দাস ৭৩ রানের ইনিংস খেলে আউট হন। তার ৫৭ বলের ইনিংস সাজানো ছিল ১০টি চার ও এক ছক্কায়। তার সঙ্গে জুটি গড়া শান্ত ইনিংস শেষ করে আসেন ৩৬ বলে ৪৭ রান করে। দুটি ছক্কা ও একটি চার হাঁকান তিনি। সাকিব ৬ বলে ৪ রান করেন।
লিটন ১৭তম ওভারের শেষ বলে আউট হন। দলের রান তখন ছিল ১৩৯। ওই জায়গা থেকে স্লগে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। এমনকি বাংলাদেশ ১০০ রান করেছিল ১২.২ ওভারে। ওই জায়গা থেকে ১৭০-১৮০ রান পাওয়ার আশা ছিল দলের। কিন্তু স্লগে ক্রিস জর্ডান-স্যাম কারেনরা ভালো বোলিং করায় সেটা সম্ভব হয়নি।