বগুড়ায় যানজট নিরসনে পুলিশের অভিযান, ৮০ হাজার টাকা জরিমান

বগুড়ায় যানজট নিরসনে জেলা পুলিশের অভিযানে ১৫ টি মামলায় আনুমানিক ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
১৬ ই মার্চ (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক ৪টায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তারের নেতৃত্বে, শহরের বড়গোলা, রাজাবাজার, কাঠালতলা, ফতেহ আলী বাজার গেট ও চেলোপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১ টি মাইক্রো বাস, ৪টি সিএনজি ও ১০ টি মটর সাইকেল অবৈধ পার্কিং এর অপরাধে মামলা প্রদান করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার বলেন, শহরের যানজট নিরসনে এই অভিযান পরিচালনা করা হয়েছে, এ সময় ১৫ টি বিভিন্ন ধরনের যানবাহনকে অবৈধ পার্কিংয়ের অপরাধে মামলা প্রদান করা হয় ও প্রায় ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন বড়গোলা থেকে কাঁঠালতলা গামি রাস্তায় অতিরিক্ত জানজট এড়াতে, এই সড়কে আজ থেকে শুধু একমুখী যানবাহন চলাচল সচল রেখে, কাঠালতলা থেকে বড়গোলা গামী যানবাহন চলাচল বন্ধ রাখতে সংশ্লিষ্ট দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছি। এবং ফতেহ আলী বাজার গেট এলাকার ফুটপাতের ফলের দোকান গুলোকে চাষি বাজার এলাকার ফাঁকা মাঠে স্থানান্তরের জন্য নির্দেশ প্রদান করেছি।
তিনি বলেন আসন্ন রমজান মাস উপলক্ষে মানুষজন, যাতে নির্বিঘ্নে বাজার ও মার্কেটে যাতায়াত করতে পারে এবং জেলার যানজট পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এই মর্মে জনস্বার্থে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বগুড়া সদর ট্রাফিক ফাঁড়ির টি আই-১ মাহবুবুল ইসলাম খাঁন সহ সদর ট্রাফিক ফাঁড়ির টি আই ও সার্জেন্ট গণ উপস্থিত ছিলেন।
(এ আর)