প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় দাম নিয়ন্ত্রণে কাঁচা বাজারে ভোক্তা অধিকারের অভিযান

বগুড়ায় দাম নিয়ন্ত্রণে কাঁচা বাজারে অভিযান করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা।

বগুড়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


বুধবার দুপুরে শহরের কলোনি ও ফুলতলা কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় ঐ দুই বাজারের আট প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্য কেনার রশিদ না থাকায় এ জরিমানা করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, কাঁচা বাজারগুলোতে হ্যান্ড মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button