খেলাধুলাফুটবল

ঘরের মাঠে সিশেসলের বিপক্ষে বাংলাদেশের জয়

ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখালো বাংলাদেশ। আর তাতে প্রথমার্ধেই গোলের দেখাও পেয়ে গেলো স্বাগতিকরা। বাংলাদেশের জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোল করলেন তারিক কাজী। দ্বিতীয়ার্ধেও লিড ধরে রেখে এক বছর পর ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ।

শনিবার (২৫ মার্চ) দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে সিশেসলের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে আড়াই বছর পর গোলের দেখা পেয়েছে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে একের পর এক আক্রমণ করলেও  কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। উল্টো স্রোতের বিপরীতে ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সেশেলস। তবে ব্রান্ডন রশিদের শট দূরের পোস্ট দিয়ে গেলে বেঁচে যায় বাংলাদেশ।

ম্যাচের ৩৯তম মিনিটে দারুণ একটি ফ্রি কিক নিয়েছিলে স্বাগতিক অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে সেটা প্রতিহত করেন সেশেলস গোলরক্ষক। এর তিন মিনিট পর গোলের দেখা পায় বাংলাদেশ।

৪২তম মিনিটে জামালের ফ্রি কিক প্রতিপক্ষের এক ডিফেন্ডার হেড করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি,  সেই বলে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন তারিক। এটাই লাল-সবুজ দলের হয়ে তার প্রথম গোল।

বিরতির পর মাঠে নামেন দুই বছর আগে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলে। এছাড়া বদলি হিসেবে মতিন মিয়া,রবিউল হাসান,সুমন রেজাকেও নামিয়েছেন বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরেরা।

অভিষেকে গোল করে রাঙানোর সুযোগ পেয়েছিল এলিটা। কিন্তু সহজ সুযোগ মিস করেন তিনি।  ৬১ মিনিটে মতিন মিয়ার বা প্রান্ত থেকে দারুণ পাসে কিংসলে ৬ গজ দূরত্বে থেকে গোলপোস্টের উপর দিয়ে উড়িয়ে মারেন তিনি।

৮৮তম মিনিটে ভাগ্যের ছোঁয়ায় বেঁচে যায় বাংলাদেশ। সেশেলসের ডন ম্যাক্সিমের ফ্রি-কিক ক্রস বারে লেগে ফিরে আসে। এর কিছুক্ষণ পর এলিটার শট প্রতিহত করেন সেশেলস গোলরক্ষক।

ম্যাচের বাকি সময় লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ২৮ মার্চ ফের মুখোমুখি হবে দুই দল।

এই বিভাগের অন্য খবর

Back to top button