বগুড়া সদর উপজেলা

বগুড়ায় রেলওয়ে মার্কেট থেকে বেশ কিছু পরিত্যাক্ত অস্ত্র উদ্ধার

বগুড়ায় দোকানের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

২৬ মার্চ (রবিবার) বিকাল আনুমানিক ৪টায় বগুড়া রেলওয়ে কল্যান ট্রাস্ট মার্কেটের দুটি দোকানের মধ্যে থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করেছে বগুড়া সদর ফাঁড়ির পুলিশ।

বিষয়টি সম্বন্ধে উক্ত নির্মাণাধীন মার্কেটের ঠিকাদার আব্দুল মান্নান আকন্দ জানান, আমি ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল কবির মিলে স্থানীয় একজন ছেলেকে পোষ্য সোসাইটি সমিতির ব্যবহৃত অফিস ৪নং গলির ১১৮ নং দোকান খুলে চেয়ার বের করার জন্য বললে তারা সেখান বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র বের হয়, অস্ত্র দেখে আমরা পুলিশকে খবর দিলে বগুড়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক খোরশেদ ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে এসে সেখান থেকে প্রাপ্ত বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। এ সময় ২টা হাসুয়া, ৩টি চা পাতি, ২টি রামদা উদ্ধার করে।
এ সময় সন্দেহ হলে ৩ নং গলির ৮৬ নং দোকান খুলে সেখান থেকে চারটি কাঠের লাঠি, একটি বার্মিস চাকু, একটি স্টিলের চাপাতি উদ্ধার হয়।

এ বিষয়ে উদ্ধারকারী পুলিশের সদর ফাড়ির উপ-পরিদর্শক (এস আই) খোরশেদ ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button