প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় নকল কারখানায় ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা

বগুড়ায় নকল কারখানায় ২ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করেছেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী।

২৭ মার্চ ২০২৩ দুপুর ১টায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলার সদর উপজেলার নারুলী দক্ষিণ পাড়া এলাকায় কলিন্স কসমেটিকস কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপনীয় তথ্য ছিলো নারুলি বাজারে কলিন্স কসমেটিকস বিভিন্ন ব্রান্ডের কসমেটিকস/পারফিউমের এর খালি কৌটায় নিজস্ব তৈরী কসমেটিকস/পারফিউম ভর্তি করে বিক্রয় ও বাজারজাত করছিলো। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিষয়টির সত্যতা পাওয়া যায়। কারখানার মালিক আব্দুল মমিন করিন্স সত্যতা স্বীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী করিন্স কসমেটিকসকে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button