প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় নামাজ পড়তে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু, এলাকায় কৌতূহল

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলরামপুর ইউনিয়নে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে তছলিম উদ্দীন হাজী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।

নিহত মোঃ আঃ তছলিম উদ্দিন হাজী শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর এলাকার.

জানা গেছে, রোববার (২ এপ্রিল) ভোর ৫ টায় বলরামপুর জামে মসজিদে ফজরের নামাজ পড়তে যায়। মসজিদে কাতার ছেরে এক ব্যক্তি থুথু ফেলতে বাহিরে যায়। কাতার ফাঁকা হওয়া স্থানে তছলিম উদ্দিন দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে ওই ফাঁকা স্থানে নামাজ পড়া নিয়ে কয়েকজন মুসল্লির তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। তছলিম উদ্দিন পূর্বে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর তর্ক-বিতর্কের কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত মৃত তছলিম উদ্দিন হাজীর লাশ শিবগঞ্জ থানাতেই রাখা ছিল। ময়না তদন্তের জন্য পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন।

নিহতের ছেলে জিয়াউর রহমানের অভিযোগ, মোঃ তছলিম উদ্দিন হাজী রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান। ফজরের নামাজ পড়ার শেষে তার প্রতিবেশি আনিছ, আশরাফ, আব্দুল নূরসহ আরো কয়েকজন ব্যক্তির সাথে পূর্বের সম্পত্তির বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। কাটাকটির একপর্যায়ে তছলিম উদ্দিন হাজী অসুস্থ বোধ করলে বাড়িরে দিকে নিয়ে যায়। আমার বাবা মসজিদের পাশে রাস্তায় কাঁপতে কাঁপতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নিহতের ছেলের স্ত্রী মোছাঃ পাপিয়া বিবি ও প্রতিবেশি নূর ভানু তেল মালিশ করার পর দেখা যায় তার বাবা আর নড়াচড়া করছে না।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনজুরুল আলম জানান, তছলিম উদ্দিন হাজীর মৃত্যু তার বাড়িতে হয়েছে। ময়না তদন্ত শেষে দাফনের জন্য লাশ হস্তান্তর করা হবে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button