শাজাহানপুর উপজেলা

বগুড়ায় অটো চালক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়ার শাহজানপুরে অটোরিকশা চালক রাজুকে নৃশংসভাবে হত্যাকান্ডের ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৮ই এপ্রিল (শনিবার) সকাল ১১টায় শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা এলাকায় ছিনতাই, চুরির ঘটনা থেকে প্রতিকার এবং হত্যাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন নিহত রাজুর মা আলেয়া বেওয়া, স্ত্রী তারা বেগম, ১৩ বছর বয়সী মেয়ে আরজুমা, ৫ বছর বয়সী ছেলে তানজিদ হাসান, দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম মুন্নু, এ্যাড. আব্দুল গফুর, সমাজসেবক আব্দুস সালাম, রেজাউল করিম, বাদশা মন্ডল, জামাল ফকির সহ নিহত রাজুর পরিবারের সদস্য ও এলাকার শত শত নারী পুরুষেরা।

এর আগে গেলো ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে অটোরিকশা চালক রাজুর মরদেহ
শহরে দ্বিতীয় বাইপাস মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। সেসময় তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া যায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হয় অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button