বগুড়া জেলা

“সরকার কৃষকের হাতে প্রণোদনা দেওয়ার কারণেই শস্য ভান্ডারে পরিণত বগুড়া’

সরকার সময়মতো কৃষকের হাতে কৃষি প্রণোদনা বীজ-সার তুলে দেওয়ার কারণেই বগুড়া এখন শস্য ভান্ডারে পরিণত হয়েছে বরে মন্তব্য করেছেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

গত বছরের তুলনায় এ বছর বেশি উৎপাদন আশা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে আমাদের জেলার চাহিদা মিটিয়ে আমরা আমাদের উৎপাদিত শস্য অন্য জেলায় সরবরাহ করতে পারব। কৃষকরা যাতে সময়মতো তাদের উৎপাদিত ফসল বিক্রি করে লাভবান হন তার জন্য এ অঞ্চলে একটি শস্য হিমাগার গড়ে তোলা হবে। এ মৌসুমে কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান তার জন্য প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে, যাতে তৃতীয় ব্যক্তি কোন সুবিধা না নিতে পারে।

২৭ শে এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বগুড়া সারিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়নের আমতলী গ্রামের কৃষক ছানাউল ইসলামের জমিতে বোরো ধান কর্তনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বোরো ধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি বলেন, বগুড়ায় শস্য হিমাগার স্থাপন করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে সামনের বছর বগুড়ায় একটি হিমাগার স্থাপন করা হবে। জননেত্রী শেখ হাসিনা সবসময় কৃষক এবং কৃষির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছেন। তার সফল নেতৃত্বে চরাঞ্চলের কৃষক এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। ফলে উত্তপ্ত বালুময় চরাঞ্চলেও এখন বৈদ্যুতিক মোটর লাগিয়ে কৃষকরা বিশাল আয়তনের জমিতে বোরোধান চাষ করেছেন। তারাও এখন বোরো ধান কর্তন করতে ব্যস্ত সময় পার করছেন।

বোরোধান কর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া খামারবাড়ীর উপ পরিচালক মতলবুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন কুমার বসাক, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, ফুলবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ প্রমুখ।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button