ধুনট উপজেলাপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়, আটক ৪

বগুড়ায় প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়ের অভিযোগে ৪ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে ধুনট উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার জোড়খালি গ্রামের যুবাইর আহম্মেদের ছেলে সালমান(২০),রাইমেন সরকারের ছেলে রাইছুল(২০), কাওসার আলীর ছেলে আহসান হাবিব(২০), রুহুল আমিনের ছেলে মমিন (২০)। আটককৃত সকলেই উচ্চ মাধ্যমিক ও সম্মান কোর্সে অধ্যয়নরত।

সোমবার দুপুরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্রেস ব্রিফিং এ জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে “JSC/ssc All Question Out” নামে একটি ফেসবুক পেজ ব্যবহার করে সেখানে পূর্বের বছরের প্রশ্নের ছবি দিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিতো।

আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২২(২)/২৩(২) তৎসহ
বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৬ ধারায় মামলা দায়ের করে ১লা মে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে তাদের রিমান্ড আবেদন করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এ আর

এই বিভাগের অন্য খবর

Back to top button