জাতীয়দিবসপ্রধান খবর

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ বুধবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।

৩ মে মুক্ত সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের দাবিতে প্রতিবছর নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সম্পাদক পরিষদ একটি আলোচনা সভার আয়োজন করে।

১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী- ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button