প্রধান খবরসোনাতলা উপজেলা
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধুর মৃত্যু

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধু তানজিলা আক্তার (৩৫) সোনাতলা উপজেলার হারিয়াকান্দি গ্রামের আহম্মেদ আলীর মেয়ে।
রোববার সকাল ৯টার দিকে সোনাতলায় রেল স্টেশনের পাশে ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ট্রেন আসার আগে থেকে রেল লাইনের পাশে ঘুরাঘুরি করতে দেখা যায় ওই গৃহবধুকে। ট্রেন আসলে লাইনের উপর মাথা দিয়ে লুটিয়ে পড়েন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ১০ বছর আগে বিয়ে হলেও ৫ বছর আগে স্বামীর সাথে আলাদা হন তিনি। এর পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে যায়। সকালে সান্তহার-লালমনিহাট গামী (পদ্মরাগ) ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এ আর